মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

ধর্ষিত হলে সম্ভ্রমহানির কথা পুরুষের, নারীর নয় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ধর্ষিত হলে সম্ভ্রমহানির কথা পুরুষের, নারীর নয় : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্যাতনের শিকার নারীর কাছে এ বিষয়ে জানতে আরেক প্রকার নির্যাতন করা হয়। এটি চরম বৈষম্য। যখন কেউ ধর্ষণের শিকার হয় আমরা বলি তার সম্ভ্রমহানি হয়েছে। একটা পুরুষ ধর্ষণ করলে একটা নারীর কীভাবে সম্ভ্রমহানি হয়? সম্ভ্রমহানি তো পুরুষের হওয়ার কথা, নারীর নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ‘মুক্তিযুদ্ধে নারী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সহসভাপতি কবি হাসান হাফিজ, আইয়ুব ভুইয়া, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু প্রমুখ। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন নারীরা। নারীর অবদান ছাড়া আজকের স্বাধীনতা সম্ভব হতো না। একজন মা যখন সন্তানকে যুদ্ধে পাঠান এর চেয়ে বড় ত্যাগ আর কিছু হতে পারে না। একজন স্ত্রী যখন তার স্বামীকে পাঠান এর চেয়ে বড় ত্যাগ কিছু হতে পারে না। মুক্তিযুদ্ধের আগেও রাজনৈতিক বিভিন্ন আন্দোলনে নারীরা অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধে নারীর অবদান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর