রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

বঞ্চিত বেসরকারি প্রাথমিক স্কুল জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক

বঞ্চিত বেসরকারি প্রাথমিক স্কুল জাতীয়করণের দাবি

বঞ্চিত বেসরকারি প্রাথমিক স্কুল জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকরা। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) ব্যানারে গতকাল চতুর্থ দিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. বদরুল আমিন সরকার (ফরহাদ)। বক্তব্য রাখেন মহাজোটের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান ও মো. সাইদুর রহমান, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ পাটোয়ারী, মো. আশরাফুল আলম, মো. মোখলেছুর রহমান মানিক, মো. মোবারক হোসেন, মো. নূরুজ্জামান, মো. লিটন খান, আবু সাঈদ, নজরুল ইসলাম, মো. শামসুল আলম, বাবুল আখতার, মো. ওয়াহেদুজ্জামান মিলন, নীলা রানী দাস প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা দেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের দাবি জানান।

সর্বশেষ খবর