জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশে আইনের শাসন নেই। শুধু ভৌগোলিক স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি। আওয়ামী লীগ ও বিএনপি মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা হরণ করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। দেশের প্রশাসন দুর্নীতিতে নিমজ্জিত, নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ। জিয়াউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে গতকাল বনানীর কার্যালয়ে নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি এ কথা বলেন। বাবলু আরও বলেন, নির্যাতনের শিকার লেখক মুশতাক জেলখানায় মারা গেছেন। নির্যাতিত কার্টুনিস্ট কিশোর জামিন পেয়েছে মুশতাকের মৃত্যুর পরে। মা-বোনেরা ধর্ষিত হচ্ছেন, বিচার পাচ্ছেন না। বসুরহাটের মতো ভাগাভাগি নিয়ে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। ফরিদপুরের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে হাজার কোটি টাকা পাচার করে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয় পার্টি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এ সময় উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেক কেটে ফুলেল শুভেচ্ছা জানান। পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন তিনি দলকে শক্তিশালী করতে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। অনুষ্ঠানের শেষে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত জাতীয় পার্টি মহাসচিব আবেগাপ্লুত হয়ে পড়েন।