শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

১০ কিমি জুড়ে আলপনা

১০ কিমি জুড়ে আলপনা

‘দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ; রেকর্ড করবে বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে গতকাল গাইবান্ধায় ২৪ ঘণ্টায় ১০ কিলোমিটার দীর্ঘ সড়কজুড়ে আলপনা আঁকার কর্মসূচি শুরু করেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এ কর্মসূচি হাতে নিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ ঘিরে তারা এই দীর্ঘ আলপনা এঁকে বিশে^ নতুন রেকর্ড গড়তে চান। আয়োজকরা জানান, গাইবান্ধা-বাদিয়াখালী-ফুলছড়ি সড়কের ১০ কিলোমিটার জুড়ে টানা ২৪ ঘণ্টাব্যাপী আলপনা আঁকা চলবে যা গতকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টায় শুরু হয়েছে। শেষ হবে আজ দুপুর ১২টায়। পুসাগের সহসাধারণ সম্পাদক গালিব আল হক জানান, ‘যদিও দুপুর ১২টায় আমরা শহরের পুলিশ লাইনস এলাকা থেকে আলপনা আঁকা শুরু করেছি তবে বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি। সড়কজুড়ে দীর্ঘতম বর্ণিল নান্দনিক আলপনা আঁকার এমন উদ্যোগ দেশে এই প্রথমবারের মতো আমরা নিয়েছি। এটি বিশে^ নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে আশা করি। দীর্ঘ আলপনা হিসেবে গিনেস বুকে নাম তোলার জন্য আমরা তাদের প্রাথমিক শর্তগুলো পূরণের প্রক্রিয়ায় আছি।’

এদিকে সড়কজুড়ে আলপনা আঁকার দৃশ্য দেখতে সড়কের দুই ধারে উৎসবের আমেজে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। আলপনা আঁকার স্পন্সর হিসেবে আছে রেইনবো কালার। এ কাজে ৭৫০ গ্যালনের বেশি রং ব্যবহৃত হবে বলে আয়োজকরা জানান।-বাংলাদেশ প্রতিদিন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর