বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

শেয়ারবাজারে দিনশেষে সূচক বাড়ল মাত্র এক পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে গতকাল লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও শেষ পর্যন্ত তা টেকেনি। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে মাত্র এক পয়েন্ট যোগ হয়েছে। লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করায় লেনদেনের শুরুতেই তালিকাভুক্ত প্রায় সবকটি আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং কোম্পানির শেয়ার দাম বেড়ে যায়। এতে প্রথম দিকে লেনদেনে ডিএসইর প্রধান সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যায়। আগের দিন ডিএসইতে সূচক বেড়েছিল ৬২ পয়েন্ট।

 দিনশেষে গতকাল মাত্র ১ পয়েন্ট বেড়ে  ৫ হাজার ৪১৩ পয়েন্টে উঠে এসেছে। লেনদেন শেষে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। দাম কমেছে ১৩৮টির। আর ১১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। প্রধান মূল্য সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা। টাকার পরিমাণে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার।  কোম্পানিটির ৬১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা বেড়ে ৭৭ টাকা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫৪ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দাম বেড়েছে। দাম কমেছে ৯৭টির এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর