রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

কারখানায় এনার্জি অডিট করতে হবে

নিজস্ব প্রতিবেদক

কারখানায় এনার্জি অডিট করতে হবে

জ্বালানি সাশ্রয়ে ছোট বড় সব ধরনের শিল্পকারখানায় এনার্জি অডিট করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, যারা অডিট করবেন, যারা অর্থায়ন করবেন এবং যারা অর্থায়ন নেবেন তাদের মধ্যে সমন্বয় থাকতে হবে। বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা আসবেন তাদের আগ্রহী করা খুব জরুরি। সরকারকে শিল্পমালিকদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত ‘পোশাকশিল্প ও টেক্সটাইল খাতে এনার্জি সাশ্রয়ের সম্ভাবনা’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, স্রেডার চেয়ারম্যান ড. মোহাম্মদ আলাউদ্দিন, জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর ড. নুরুল ইসলাম, বুয়েট মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ড. মো. জহুরুল হক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর