সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউনের ঘোষণায় বড় ধাক্কা শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

করোনার প্রকোপে সাত দিনের লকডাউন ঘোষণায় বড় ধসের কবলে পড়েছে দেশের শেয়ারবাজার। গতকাল সূচকের বড় পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮.৯৮ পয়েন্টে। ডিএসইতে ৫২১ কোটি ১৭ লাখ টাকার  লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৯ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৩৩ লাখ টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪২.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৪.৩৪ পয়েন্টে। সিএসইতে ২১৬টি প্রতিষ্ঠান  লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির দর বেড়েছে, কমেছে ১৮৪টির আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিকে শেয়ারবাজারের লেনদেন সময় কমিয়ে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শেয়ারবাজারে নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ ১.০৫০ থেকে বাড়িয়ে ১.০৮০ করা হয়েছে।

 এতে নিম্নমুখী বাজারে ফোর্সড সেলের আশঙ্কা লাঘব হবে বলে আশা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন।

সর্বশেষ খবর