শিরোনাম
শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হারিয়ে যাওয়ার ১৫ বছর পর পরিবারে ফিরতে চায় শারমিন

ফারুক আল শারাহ, লাকসাম

১৫ বছর আগের ঘটনা। তখন শিশু শারমিনের বয়স ৫/৬ বছর। তার চাচা ঢাকায় একটি বাসায় কাজের জন্য দিয়ে আসেন। ওই বাসায় গৃহকর্ত্রীর নির্মম নির্যাতনের শিকার হয়ে পাশের বাসার রুমা নামক কাজের মেয়ের সহযোগিতায় অন্যত্র কাজ নিয়ে চলে যায়। সেই থেকে নিখোঁজ শারমিন। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। ধীরে ধীরে শারমিন বড় হতে থাকে। মা-বাবা ও স্বজনদের কাছে ফিরে যাওয়ার প্রবল আকাক্সক্ষা জাগতে থাকে।  হারিয়ে যাওয়া শারমিন ১৫ বছর পর নিজেই জানালেন তার অবস্থান। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ‘আপন ঠিকানা’ নামক একটি ইউটিউব চ্যানেলে তিনি সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারে তিনি হারিয়ে যাওয়ার বিস্তারিত তুলে ধরে বলেন, ‘আমার নাম     শারমিন, বয়স আনুমানিক ১৮/১৯ বছর। বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। গ্রাম, পোস্ট অফিস অথবা ইউনিয়নের  নাম মনে নেই। বাবার নাম আবদুস সালাম, মায়ের নাম আমেনা বেগম।      

সর্বশেষ খবর