মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রমজানে ছয় পণ্যের দাম বেঁধে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

রমজান মাস উপলক্ষে ছয়টি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকারের সংস্থা কৃষি বিপণন অধিদফতর। এগুলো হলো- ছোলা, পিঁয়াজ, ভোজ্য তেল, মসুর ডাল, চিনি ও খেজুর। সংশ্লিষ্ট পণ্যগুলো নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ২৪টি টিম মাঠে কাজ করবে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী খুচরা বাজারে ছোলা কেজিপ্রতি ৬৩ থেকে ৬৭ টাকা, পিঁয়াজ ৪০ টাকা, ভোজ্য তেলের এক লিটারের বোতল ১৩৯ টাকা, পাঁচ লিটারের বোতল ৬৬০ টাকা, মোটা দানার মসুর ডাল ৬৭ থেকে ৬৯ টাকা ও সরু দানার ডাল ৯৭ থেকে ১০৩ টাকায় বিক্রি হবে এবং চিনির খুচরা মূল্য কেজিপ্রতি ৬৭ থেকে ৬৮ টাকা পড়বে। এ ছাড়া সাধারণ মানের খেজুর কেজিপ্রতি ৮০ থেকে ১০০ ও মধ্যম মানের খেজুর ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করতে হবে। গতকাল কৃষি বিপণন অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় ও আন্তর্জাতিক বাজার পর্যালোচনা, সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে পণ্যের চাহিদা নিরূপণ করা হয়েছে। এই চাহিদার বিপরীতে দেশের উৎপাদন, আমদানির পরিমাণ আমদানির মূল্য বিবেচনা করে সংশ্লিষ্ট পণ্যগুলোর যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজারে থাকবে ২৮টি মনিটরিং টিম : রোজার বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনকে প্রধান সমন্বয়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, সরবরাহ ও মজুদ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়সহ সামগ্রিক ব্যবস্থাপনা বিষয়ে সার্বিক সমন্বয় ও তদারকি করবে এই কমিটি। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে রাজধানীতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত ২৮টি মনিটরিং টিম মাঠে থাকবে। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে সমন্বয় করার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে আরও নয়টি মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর