কাইয়ুম সরকার নামে যুবলীগের এক নেতার দখল থেকে গতকাল বন বিভাগের কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে। কাইয়ুম ওই বনভূমিতে কয়েকটি পুকুর বানিয়ে মাছের খামার গড়ে তুলেছিলেন। খামারের ওই পুকুরগুলোয় বন বিভাগ গতকাল সকালে ভেকু দ্বারা মাটি ভরাট করে দিয়েছে। ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গাজীপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজল তালুকদার ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোষ। জানা গেছে, ভবানীপুর বিটে ৪ নম্বর বারুইপাড়া মৌজার সিংড়াতলী এলাকায় সিএস ১৮ নম্বর দাগের ১০০, ১০১, ১১১ ও ১৬০ নম্বর আরএস দাগের মোট ১ একর বনভূমিতে মাছের খামারের জন্য পুকুর খনন শুরু করেন কাইয়ুম সরকারের লোকজন। সীমানা নির্ধারণ ছাড়া পুকুর খনন করতে থাকলে বাধা দেন বন বিভাগের ভবানীপুর বিট কর্মকর্তা। কিন্তু কাইয়ুম সরকারের লোকেরা ক্ষমতার দাপট দেখিয়ে খামার নির্মাণকাজ চালিয়ে যান। ভবানীপুর বিটে স্বল্প জনবল এবং বন দখলকারীদের উচ্ছৃঙ্খল আচরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশ ও উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান। সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ জানান, কাইয়ুম সরকার বনে ছয়টি পুকুর কাটিয়েছেন। সম্প্রতি আরও নতুন তিনটি পুকুর খনন শুরু করেন। অভিযানের আগে সার্ভেয়ার দিয়ে তার দখলে থাকা ১ একর বনভূমি চিহ্নিত করা হয়। পরে উচ্ছেদের প্রথম পর্যায়ে ৫০ শতাংশ বনভূমিতে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য অন্তত ১ কোটি টাকা। অভিযানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের গাজীপুর শ্রীপুর সদর বিট কর্মকর্তা সজীবকুমার মজুমদার, ভাওয়াল ও জাতীয় উদ্যান রেঞ্জের কর্মকর্তা এবং স্টাফরা। অভিযানে জয়দেবপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। এ ব্যাপারে যুবলীগ নেতা কাইয়ুম সরকার বলেন, ‘বন বিভাগের অভিযানের কথা শুনেছি। আমি কখনই বন বিভাগের ১ শতাংশ জমি দখল করিনি। সরকারি জমি দখলে রাখার প্রশ্নই আসে না। ওই মৌজায় আমার ১৫ বিঘার মতো জমি আছে। আমার জমির সঙ্গে বন বিভাগের জমি রয়েছে।
শিরোনাম
- মালয়েশিয়ায় ভূমিধসে শিশুসহ নিহত ১৩
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করলেন ট্রেসি অ্যান জ্যাকবসন
- পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন
- ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত
- পঞ্চগড়ে সমতলের চা বাগানে পোকার আক্রমণ
- দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
- চট্টগ্রামে হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬১
- ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
- বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
গাজীপুরে কোটি টাকার বনভূমি উদ্ধার
দখল করে মাছের খামার গড়ছিলেন যুবলীগের এক নেতা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর