শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

নোংরা পরিবেশে সেমাই উৎপাদন দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে ভুইয়া ফুড ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা ও মেসার্স সোনালি ফ্লাওয়ার মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, সেমাই উৎপাদনের পর ফ্লোরে ছড়িয়ে রাখা, শুকানোর জায়গায় শেড না থাকায় সেমাইতে ধুলো-বালি, মাছি বসতে দেখা গেছে। এসব কারণে প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। এ ছাড়া নোংরা পরিবেশে ইফতার সামগ্রী উৎপাদন ও বিক্রির কারণে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর