রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

বেনাপোলবাসী ভারতীয় ভেরিয়েন্টের ঝুঁকিতে

ট্রাকচালকদের ঘোরাঘুরি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ট্রাকচালকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা না থাকায় করোনার নতুন (ভেরিয়েন্ট) সংক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছেন বেনাপোল স্থলবন্দরে বাণিজ্যের সঙ্গে জড়িত প্রায় ২০ হাজার মানুষ।

সম্প্রতি ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসা ৬ পাসপোর্ট যাত্রীদের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে- এ ধরনের একটি সংবাদ সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ায় বন্দর এলকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় অনভিজ্ঞ আনসার সদস্য দিয়ে চলছে এসব চালকদের স্বাস্থ্য পরীক্ষার কাজ। এদিকে যথাযথ কর্তৃপক্ষের তদারকি না থাকায় সমাজিক দূরত্বের বালাই নেই বন্দর অভ্যন্তরে।

স্থানীয়রা বলছেন, ভারত থেকে যেসব ট্রাকচালকেরা বন্দরে আসছেন তারা ঠিকমতো স্বাস্থ্যবিধি না মেনে যত্রতত্র ঘোরাঘুরি করছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাকচালকেরা বেনাপোল বন্দরে আসছেন। আমরা বন্দর এবং কাস্টমসকে বলেছি ভারতীয় চালক ও হেলপাররা বন্দরের বাইরে যেন বের না হন। কিন্তু এ কথা মানা হচ্ছে না। এতে বেনাপোলে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর