কুমিল্লায় করোনা শনাক্তের হার কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ৯ মে পর্যন্ত এখানে মারা গেছেন ৪০০ জন। গত ৯ এপ্রিল পর্যন্ত মৃত রোগীর সংখ্যা ছিল ৩১৩। গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় ৯ মে পর্যন্ত ৭০ হাজার ৬৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। ফল আসে ৭০ হাজার ২৫৮টি নমুনার। ফল প্রাপ্তির বিপরীতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩৭ জন। আক্রান্তের হার ১৭.৪৭ শতাংশ। ৯ এপ্রিল পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় ৬০ হাজার ৪৫৬ জনের। ফল আসে ৫৯ হাজার ৬৩৭টি নমুনার। আক্রান্ত হন ১০ হাজার ৫০২ জন। ফল প্রাপ্তির বিপরীতে আক্রান্তের হার ছিল ১৭.৬৮ শতাংশ। এদিকে গত এক মাসে শনাক্তের হার কিছুটা কমলেও পরীক্ষার সংখ্যা ও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ৯ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত আক্রান্ত হন ১ হাজার ৮০৫ জন। এ সময়ে ১০ হাজার ৮০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ছিল ৪.৮১ শতাংশ। ৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত আক্রান্ত হন ১ হাজার ১৩৫ জন। নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৮৪২ জনের। আক্রান্তের বিপরীতে মৃত্যুর হার ছিল ২.৯০ শতাংশ। কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, ‘এপ্রিলের মাঝামাঝিতে এক রকম প্রবাহ ছিল, মের শুরুতে প্রবাহ আরেক রকম হয়ে গেছে। এপ্রিলে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেশি ছিল, মে মাসে কমে যাওয়ায় শনাক্তের হার কমেছে। কিন্তু মৃত্যুর সংখ্যা বেশিই রয়েছে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনের জন্য জনগণকে সচেতন করছি। নিয়ম মানলে সংক্রমণ কমে আসা কোনো ব্যাপার নয়।’
শিরোনাম
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
করোনায় মৃত্যু বেড়েছে কুমিল্লায়
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর