বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

কভিড টিকার দ্বিতীয় ডোজ বঞ্চিত হচ্ছেন বরিশালের ৬৯ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগে ভারতের সেরাম ইনস্টিটিউটের কভিড টিকার দ্বিতীয় ডোজ বঞ্চিত হচ্ছেন ৬৯ হাজার ৩৮৩ জন মানুষ। ইতিমধ্যে যথাসময়ে দ্বিতীয় ডোজের টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। যদিও টিকা সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ৭ ফেব্রুয়ারি বরিশাল বিভাগের ৬ জেলা এবং সিটি করপোরেশন এলাকায় কভিড টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। সব শেষে ২৮ এপ্রিল পর্যন্ত বিভাগের ৬ জেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রথম ডোজ নেয় ২ লাখ ৫০ হাজার ৩০৩ জন। এরপর থেকে বন্ধ রয়েছে কভিড টিকার প্রথম ডোজ দেওয়া। গত ৮ এপ্রিল শুরু হয় কভিডের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। এরপর থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৫১ হাজার ৬০০ জন। প্রথম ডোজ নেওয়া ২ লাখ ৫০ হাজার ৩০৩ জনের মধ্যে এখনো দ্বিতীয় ডোজ নেননি ৯৮ হাজার ৭০৩ জন। অথচ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কাছে মজুদ আছে সেরাম ইনস্টিটিউটের ২ হাজার ৯৩২ ভায়েল টিকা। মজুদ থাকা ভায়েল দিয়ে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে ২৯ হাজার ৩২০ জনকে। সে হিসেবে প্রথম ডোজ নেওয়ার পরও বরিশালের ৬৯ হাজার ৩৮৩ জন মানুষের যথাসময়ে সেরামের টিকার দ্বিতীয় ডোজ না পাওয়ার অশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন টিকার প্রথম ডোজ নেওয়া মানুষ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। সরকার বিশ্বের বিভিন্ন সোর্স থেকে কভিড টিকা সংগ্রহের চেষ্টা করছে এবং যথা শিগগির এ বিষয়ে একটি সুষ্ঠু সমাধান হবে বলে আশা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর