বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

রাস্তায় ময়লা ফেলায় সোনার দোকান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম রাস্তায় ময়লা ফেলায় একটি সোনার দোকান বন্ধ করে দিয়েছেন। এ ছাড়া রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় তা স্পট নিলামে বিক্রি করে দিয়েছেন। গতকাল ডিএনসিসি মেয়র রাজধানীর উত্তরা, দক্ষিণখান ও আব্দুল্লাহপুর এলাকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সরেজমিনে পরিদর্শন করে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় দক্ষিণখান কাঁচাবাজার এলাকায় রাস্তায় ময়লা ফেলার কারণে একুশে জুয়েলার্স নামক একটি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন। নগরবাড়ি এলাকায় অবৈধভাবে রাস্তায় এবং ফুটপাথে নির্মাণ সামগ্রী রাখায় প্রায় ৫ টন রড ১ লাখ ৭৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

 এই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। মধুবাগ এলাকায় রাস্তার উপরে অবৈধভাবে নির্মিত সিমেন্টের পিলার বুলড্রোজার দিয়ে ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর