মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা
সুবিধা বাড়ানোর দাবি

ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ভাসানচরে ইউএনএইচসিআর প্রতিনিধি দলের পরিদর্শনের সময় রোহিঙ্গারা রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সকালে ইউএনএইচসিআরের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের বিষয়ে খোঁজখবর নিতে যায়। এ সময় রোহিঙ্গারা বিক্ষোভ মিছিল করে জানান, তাদের প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে না। এ ছাড়া নিম্নমানের রেশন, খাবার দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা। তারা এসব সমস্যা সমাধানের দাবি জানান। এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, রোহিঙ্গারা প্রতি মাসে নগদ ৫ হাজার টাকা দাবি করেছেন। এই সঙ্গে মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান ও পর্যাপ্ত চিকিৎসার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। এসব দাবি তুলে তারা এখানে থাকতেও অনীহা প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর