শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

মিথ্যা ঘোষণায় আনা ৪ কোটি টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিথ্যা ঘোষণা দিয়ে আনা ৪ কোটি টাকার সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। অভিনব কায়দায় আনা সিগারেটগুলোর মধ্যে রয়েছে ২০ লাখ শলাকা ইজি, ২০ লাখ শলাকা মন্ড ও ২০ লাখ শলাকা অরিসসহ মোট ৬০ লাখ শলাকা সিগারেট। বৃহস্পতিবার সিগারেটগুলো জব্দ করা হলেও গতকাল তা প্রকাশ করে কাস্টমসের এআইআর শাখা। চট্টগ্রাম কাস্টমস এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানান, সাভারের রাজ ফুলবাড়িয়ার ভার্সেটাইল এটায়ার চীন থেকে প্লাস্টিক হ্যাংগার আমদানির ঘোষণা দিয়ে সিগারেট আনে। শুল্কায়ন প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার বিকালে এনসিটি ইয়ার্ড থেকে খালাস প্রক্রিয়া শুরু করে।

কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্লাস্টিক হ্যাংগারের পরিবর্তে সিগারেটের সন্ধান মেলে। কায়িক পরীক্ষা থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করে প্রায় ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর