বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

আগৈলঝাড়ায় ৫০ মিনিটে করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৫০ মিনিটে ‘জিন এক্সপার্ট’ মেশিনের সাহায্যে করোনা পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে এই মেশিনের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম। ব্র্যাকের মেডিকেল টেকনোলজিস্ট মো. রেমন জানান, আগৈলঝাড়া উপজেলায় ‘জিন এক্সপার্ট’ মেশিনের সাহায্যে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। তার দাবি, ‘জিন-এক্সপার্ট’ মেশিনে নমুনা প্রক্রিয়াকরণ করতে ৫ মিনিট এবং রিপোর্ট পেতে ৫০ মিনিট সময় লাগছে।

নতুন এই পদ্ধতিতে ভিটিএম টিউব থেকে নমুনা সরাসরি কার্টিজে দেওয়া হয়। এক ধাপে নমুনা পরীক্ষা (টেস্ট) হয়। পরে সরাসরি কম্পিউটার থেকে ফলাফল পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, কম খরচে অধিক সংখ্যক পরীক্ষার জন্য ‘জিন এক্সপার্ট’ সময়োপযোগী। এ উপজেলার জনগণ নতুন মেশিনের সুফল ভোগ করছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, উপজেলা থেকে এখন আর বরিশালে নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবে না। নতুন এ মেশিনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা পরীক্ষা হবে। কম খরচ ও স্বল্প সময়ে অধিকসংখ্যক পরীক্ষার জন্য ‘জিন-এক্সপার্ট’ মেশিন খুবই কার্যকর বলে তিনি জানান।

সর্বশেষ খবর