বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা

পুরান ঢাকায় লেগুনা উল্টে চালকের স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ওয়ারীর বলদা গার্ডেন এলাকায় লেগুনা উল্টে সুমাইয়া আক্তার (১৯) নামের নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই লেগুনাচালক শাকিলের স্ত্রী। গতকাল দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী শাকিল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল সূত্র জানায়, শাকিল স্ত্রীকে নিয়ে লেগুনায় জুরাইন থেকে গুলিস্তান যাচ্ছিলেন। পথে ওয়ারীর জয়কালী মন্দির ও বলদা গার্ডেন এলাকায় হঠাৎ আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। সেখানে থাকা শাকিলের স্ত্রী ছাড়াও কয়েকজন যাত্রী আহত হন। সুমাইয়ার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নয়নাবাদ গ্রামে। থাকতেন পুরান ঢাকার গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায়। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টায় অসুস্থ শাশুড়িকে দেখতে মোটরসাইকেল চালিয়ে যাওয়া পথে নবীনগর এলাকায় বাসের চাপায় প্রাণ হারিয়েছেন ঢাকা মেডিকেলের ব্রাদার জাহিদুল ইসলাম (২৯)।

জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার সিরজো গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। চাকরির সুবাদে তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় স্ত্রী মনিরাকে নিয়ে থাকতেন। তাদের ৮ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। স্বামী-স্ত্রী দুজনই একই সঙ্গে চাকরিতে যোগ দেন। এরপর থেকে দুজনেই ঢাকা মেডিকেলের স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর