শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

নগরজুড়ে চেরি ফুলের শোভা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নগরজুড়ে চেরি ফুলের শোভা

রাজশাহী মহানগরীর যেদিকে চোখ যায়, সেদিকেই ফুল। নগরীর রাস্তার মাঝখান দিয়ে চলে যাওয়া সড়কের পাশের গাছেও এখন শোভা পাচ্ছে রঙিন ফুল। লকডাউনের কারণে সড়কে যানবাহন চলাচল কম। বর্ষায় ফুটেছে নানা রঙের চেরি ফুল। চেরি ফুলের শোভা এখন নগরীর সড়কজুড়ে।

নগরীর রেলগেট থেকে সিএন্ডবি মোড়, সিএন্ডবি মোড় হয়ে কোর্ট, ফায়ার ব্রিগেড মোড় হয়ে সিএন্ডবি মোড়, তালাইমারী হয়ে বাসটার্মিনাল, বাসটার্মিনাল থেকে লক্ষীপুর মোড় পর্যন্ত সড়ক বিভাজনে শোভা পাচ্ছে ফুল আর ফুল। চেরির সৌন্দর্যে মুগ্ধ পথচারীরা।

সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, পুরো নগরীতে নানা রঙের, নানা জাতের ফুল ফুটেছে। সড়ক বিভাজনগুলোতে বিভিন্ন গাছ লাগানো হয়েছে। সেগুলোতে ফুল ফুটেছে যা নগর সৌন্দর্য বাড়িয়েছে। চেরি আর রঙ্গনে মুগ্ধ মানুষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর