সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

ফ্লোর প্রাইস বাতিলে চাঙা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

বাতিল করা হয়েছে শেয়ারবাজারে ফ্লোর প্রাইস (শেয়ার দরসীমা) পদ্ধতি। মহামারী করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে শেয়ারবাজারে ভয়াবহ ধস  ঠেকাতে গত বছরের ১৯ মার্চ শেয়ারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম বেঁধে দিয়ে  ফ্লোর প্রাইস নির্ধারণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে তখন বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান বিনিয়োগকারীরা। এদিকে গতকাল আগাম ঘোষণা দিয়ে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার কারণে লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দেয়। প্রথম মিনিটের লেনদেনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্ট কমে যায়। তবে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯ পয়েন্টে উঠে এসেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে মূল্যসূচক বাড়লেও দিনের লেনদেন শেষে বেশির ভাগ প্রতিষ্ঠান পতনের তালিকায় নাম লিখিয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ১৫৬টি প্রতিষ্ঠানের। পক্ষান্তরে কমেছে ১৭৯টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত থাকে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেড ১৫১ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর