ত্রাণ সহায়তা দিয়ে দিনাজপুরের ১৩ উপজেলায় গত চার দিন ধরে চার হাজার অসহায়, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাল বসুন্ধরা গ্রুপ। গতকাল ত্রাণ পেয়ে রহিম উদ্দিন বলেন, বসুন্ধরা গ্রুপ হামাক খাবার দাবার দিল খুব উপকার হইল। হাকিমপুরের সাইফুল ইসলাম নামের এক বৃদ্ধ বলেন, কোনো কাম কাইজ নাই। তোমার ত্রাণ পায় খুব উপকার হইলো। নবাবগঞ্জে হাশেম আলী বলেন, হামার বয়স হইছে। কাম করবা পারু না। একটা ছুয়া আছে হোটোলত কাম করে। হামারে পয়সা দেয় না। হামি সাহায্য চাইয়ে খাই। এলা ত্রাণ হামাক আগে কেউ দেয় নাই। তোমরা ভালো থাকেন। বৃদ্ধ গৌরবালার নিঃসঙ্গ জীবনে স্বামী, ছেলে-মেয়ে নেই। ভিক্ষাবৃত্তি করে জীবনের শেষ সময়টা পার করছেন। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে তিনি বলেন, মোর বাড়ি ঘর কিছু নাই। মানুষের দ্বারে দ্বারে বেড়াও খাই, বাবা। তোমরা হামাক চাল-ডাল দিলা। ওটায় হামি অনেক দিন খামু বাবা। বিরামপুরে দৃষ্টিপ্রতিবন্ধী আবদুর রহমান বলেন, আমার ছোট ছেলে রাজমিস্ত্রির কাজ করে। কাজকাম থাকলে সংসার চলে। না থাকলে খুব কষ্টে দিন যায়। বসুন্ধরা গ্রুপের দেওয়া এই ত্রাণ আমার খুব উপকার হয়েছে। বিরামপুরের জাকিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন। স্ত্রীসহ মা ও দুই মেয়ে নিয়ে কষ্টে আছেন তিনি। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে বলেন, ভাই-বোন ছাড়া কেউ হামার সাহায্য করছু না। আজ তুমরা এলা খাবার দিলা। তোমার জন্য দোয়া করছু। গতকাল বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে জেলার বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার ১ হাজার ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় ত্রাণগ্রহীতারা এমন অভিমত ব্যক্ত করেন। ঘোড়াঘাটে ত্রাণসামগ্রী বিতরণ করেন ইউএনও রাফিউল আলম। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আবদুস সাত্তার মিলনসহ অন্যরা। হাকিমপুরে ত্রাণ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ বলেন, করোনার মধ্যে এতদূর থেকে দিনাজপুর জেলায় ত্রাণ সহায়তা দেওয়ায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও মোহাম্মদ নূরে আলম, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজি, হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক প্রমুখ। নবাবগঞ্জে দুস্থদের হাতে ত্রাণ তুলে দেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। এ সময় তিনিও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। উপস্থিত ছিলেন, ইউএনও অনিমেষ সোম, নবাবগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল কাদির প্রমুখ। বিরামপুরে ত্রাণ বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু বসুন্ধরা গ্রুপ যেন তাদের মানবিক হাতটা সমাজের অসহায় মানুষের মাঝে আরও বাড়িয়ে দেওয়ার প্রত্যাশা করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরমান হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, শুভসংঘের দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, সহসভাপতি জাকেনুর বাবু, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ