মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা
৩৬ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

রূপগঞ্জে আগুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় আগুনে ৫২ শ্রমিক মারা যাওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ৩৬ জন বিশিষ্ট নাগরিক। গতকাল দেওয়া এক বিবৃতিতে তারা এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত শ্রমিকদের শনাক্ত, আহত শ্রমিকদের জন্য যথাযথ চিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিদাতারা হলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

সর্বশেষ খবর