বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

সাগরের বাওস মাছ ধরা পড়ল পদ্মায়

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ওপর দিয়ে প্রবহমান পদ্মা নদীতে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের বাওস মাছ ধরা পড়েছে। গতকাল ভোরে দৌলতদিয়া ইউনিয়নের কর্ণেশোনা কলাবাগান এলাকায় স্থানীয় মৎস্য শিকারী বাচ্চু শেখের চায়না দুয়ারীতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাশ সড়কের পাশে আড়তে নিয়ে যান। পরে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৩ হাজার ৫০০ টাকায় মাছটি কিনেন। বিরল প্রজাতির এই মাছ দেখতে ফেরিঘাট এলাকায় ভিড় জমে যায়। স্থানীয়রা জানান, এটি মূলত বাওস মাছ। এই মাছ সাধারণত সাগরে পাওয়া যায়। তবে আষাঢ় ও শ্রাবণ মাসের দিকে নদীতে মাছগুলো পাওয়া যায়। এই মাছ এক খেলে শরীরের ব্যথা উপশম হয়। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, আঞ্চলিক ভাষায় এটি বাওস মাছ। সাগর তীরবর্তী অঞ্চলে এসব মাছ পাওয়া যায়। এই মাছ ২০ কেজি পর্যন্ত হয়। এই মাছ  সাধারণ লোনা পানিতে হয়। ধারণা করা হচ্ছে, পথ ভুল করে স্রোতের সঙ্গে নদীতে এই মাছ চলে আসতে পারে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর