শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার্থীর বিয়ে বন্ধ করল আদালত, কনের বাবার জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীর বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করাসহ মুচলেকা আদায় করে। গতকাল দুপুরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস এই দণ্ডাদেশ দেন। বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সিংগা গ্রামের জনৈক নুরুল হক হাওলাদার তার স্কুলপড়ুয়া মেয়ের (১৬) সঙ্গে  পাশর্^বর্তী উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের খলিলুর রহমান খলিফার ছেলে এনামুল খলিফার (২৫) বিয়ের আয়োজন করে। গতকাল দুপুরে কনের বাড়িতে ছিল পূর্ব নির্ধারিত বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে বৃষ্টি উপেক্ষা করে ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা নুরুল হক হাওলাদারকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেওয়ার মুচলেকা আদায় করা হয় বলে জানান বিপিন চন্দ্র বিশ্বাস। এদিকে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বর পক্ষ আর বিয়ের অনুষ্ঠানেই যায়নি বলে জানিয়েছে গ্রামবাসী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর