রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চাচার ঋণের জন্য ভাতিজির বৃত্তির চেক আটকে দিল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাচার ঋণের জন্য ভাতিজি রাজশাহীর মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা সুলতানা জয়ার বৃত্তির পাঁচ হাজার ৯০০ টাকা আটকে দিয়েছেন সোনালী ব্যাংকের মুন্ডুমালা হাট শাখার ব্যবস্থাপক। স্কুলছাত্রীর বাবা শহিদুল ইসলাম বলেন, ‘আমার বড় ভাই আতাউর রহমানের কাছে ঋণের বকেয়া পাবে ব্যাংক। তাতে আমার মেয়ের বৃত্তির টাকা কেটে নেবে কেন? তার কাছ থেকে টাকা আদায় করবে, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবে। আমার পরিবারে অনেক অভাব অনটন। বৃত্তির টাকায় মেয়ের পড়াশোনার খরচ চলে।’ ব্যাংকের ব্যবস্থাপক মিঠন কুমার দেব বলেন, ‘ওই স্কুলছাত্রীর চাচা আতাউর রহমানের কাছে অনেক পুরনো ঋণ পাওনা রয়েছে। সেই ঋণের গ্যারান্টার ছিলেন ওই ছাত্রীর পিতা শহিদুল ইসলাম। ঋণ আদায় করার জন্য শহিদুলের সঙ্গে কথা বলেছি। ওই ছাত্রীর বৃত্তির চেকটি ব্যাংকে রয়েছে। তিনি এলে তার অভিভাবককে টাকা দেওয়া হবে।’ তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘বৃত্তির টাকা অন্য খাতে কেটে নেওয়ার এখতিয়ার ব্যাংকের নেই।

ছাত্রীর বাবা অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহ দেখছি।’

সর্বশেষ খবর