বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ নিলে প্রতিষ্ঠানের প্যানেল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষা, ২০২১-এর ফরম পূরণের ক্ষেত্রে নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ফরম পূরণের প্যানেল বন্ধ করে দেবে শিক্ষা বোর্ড। সম্প্রতি এ নির্দেশনা জারি হয়েছে বোর্ডের পক্ষ থেকে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, কভিড-১৯ মহামারীর কারণে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আসতে হবে না। প্রয়োজনে মোবাইলে যোগাযোগ করতে হবে। এইচএসসি পরীক্ষার জন্য কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ-সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না। এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হবে ১২ আগস্ট। ২৫ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে। ৩০ আগস্টের মধ্যে ফরম পূরণের ফি পরিশোধ করতে হবে শিক্ষার্থীদের। এর আগে ১১ আগস্ট শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণে বিজ্ঞান বিভাগের ১ হাজার ১৬০, মানবিক বিভাগের ১ হাজার ৭০ ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ১ হাজার ৭০ টাকা জমা দিতে হবে।

এর বাইরে বেতন, ফি বা অন্য কোনো ফি আদায় করা যাবে না বলে নির্দেশনায় বলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর