অবশেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কভিড চিকিৎসার জন্য আরও ৪৫০ শয্যার একটি আইসোলেশন সেন্টার স্থাপনের জটিলতার অবসান হলো। হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন প্রকল্প স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন লাভ করায় জটিলতার অবসান ঘটল। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও এতদিন শুধু সেন্ট্রাল অক্সিজেন লাইনের অভাবে এই সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছিল না। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের একটি ডিও লেটারের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পটি অনুমোদন দেয়। এতে খরচ হবে প্রায় চার কোটি টাকা। প্রকল্প অনুমোদনের বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বহির্বিভাগের ১০তলা ভবনের ৪র্থ ও ৫ম তলা আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত করা হয়। কিন্তু সেন্ট্রাল অক্সিজেন লাইন না থাকায় সাড়ে চারশ’ শয্যার আইসোলেশন সেন্টার চালু করা সম্ভব হচ্ছিল না। ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ ও সিটি করপোরেশন কয়েক দফা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন প্রকল্পটি পাস হয়নি। এই অবস্থায় গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বরাবরে একটি ডিও লেটার প্রেরণ করেন। ওই ডিও লেটারে তিনি সিলেটে কভিড পরিস্থিতি তুলে ধরে দ্রুত প্রকল্পটি অনুমোদন দেওয়ার অনুরোধ জানান। ওই ডিও লেটার পাঠানোর পরদিনই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ডিও দেওয়ার পর তিনি দ্রুত উদ্যোগ নিয়েছেন। এখন দ্রুততার সঙ্গে কাজ শেষ করে সিলেটের মানুষের জন্য নতুন এই আইসোলেশন সেন্টারটি চালু করা প্রয়োজন। সাড়ে চারশ’ শয্যার আইসোলেশন সেন্টারটি চালু হলে সিলেটের মানুষ অনেক উপকৃত হবে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা