মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সিরাজগঞ্জে দল বেঁধে স্পিরিট পান করে তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে দল বেঁধে রেকটিফাইড স্পিরিট পান করে তিনজন মারা গেছেন এবং অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন কয়েকজন। অসুস্থদের মধ্যে একজন সাবেক ইউপি সদস্যও আছেন। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন চৌধুরী জানান, গত শনিবার ৬-৭ জন মিলে রেকটিফাইড স্পিরিট কিনে এলাকার একটি শ্মশানঘাটের কালিমন্দিরের পাশে বসে তা পান করেন। এরপর সবাই যার যার বাড়িতে চলে যান। ওই দিন কিছু না হলেও রবিবার রাতে বিষক্রিয়া শুরু হওয়ায় ছয়জন অসুস্থ হয়ে পড়েন। ছয়জনের মধ্যে গতকাল ভোর রাত ৩টার দিকে দুজন হাসপাতালে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবদুর রশিদের ছেলে আবদুল ওয়াহাব (৩২), সিকিম আলীর ছেলে মো. আবদুল (৪৫) এবং সড়াইচন্ডি নতুনপাড়া গ্রামের কালু সেখের ছেলে তাহের সেখ (৪৮)। অসুস্থ সাবেক ইউপি সদস্য বাবু সেখ ও হযরত আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের মধ্যে পুলিশকে না জানিয়ে গতকাল ভোরে দুজনকে দাফন করা হয়েছে। আরেকজনের মরদেহ পুলিশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ স্পিরিট বিক্রেতা সনজিৎ কুমার ভৌমিককে বিষাক্ত রেকটিফাইড স্পিরিটসহ আটক করেছে।

 শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান শেখ জানান, এরা মাঝে-মধ্যেই মদ পান করত। শুনেছি শনিবারও তারা মদ পান করায় অসুস্থ হয়ে পড়ে। পরে তিনজন মারা যায়।

সর্বশেষ খবর