নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন মন্ডলীয়া গ্রামে রিকশাওয়ালা দোকান সংলগ্ন চর আলগী খালে বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ হওয়া ১০ লাখ টাকা ছাড়তে গড়িমসি করছেন প্রকল্প বাস্তবায়ন কর্তা। অভিযোগ উঠেছে অফিস ‘খরচাপাতি’র টাকা না দেওয়ায় এ অবস্থা হয়েছে। খালের ভাঙন থেকে একটি সরকারি প্রাথমিক স্কুল ও মসজিদ রক্ষার জন্য বাঁধ নির্মাণের উদ্দেশে কাবিখা প্রকল্পের মাধ্যমে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিলেন নোয়াখালী-৫ আসনের এমপি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান ও চর আলগী খালের ক্রসড্যাম প্রকল্পের সভাপতি ইয়াকুব নবী খালের দুই পাশে জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। কাজের শেষ পর্যায়ে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও জোয়ারের পানিতে নির্মাণাধীন বাঁধ ভেসে যায়। এখন বরাদ্দকৃত টাকা না পাওয়ায় অনেক শ্রমিকের মজুরি বকেয়া পড়ে আছে। ইয়াকুব নবী জানান, তিনি বরাদ্দকৃত টাকার বেশি ব্যয় করেছিলেন। জানতে চাইলে ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান ও চর আলগী ক্রসড্যাম প্রকল্পের সভাপতি ইয়াকুব নবী জানান, খালের পাশে স্কুল ও মসজিদ রক্ষার উদ্দেশে বাঁধ করতে মন্ত্রী ওবায়দুল কাদের ১০ লাখ টাকা বরাদ্দ দেন। কিন্তু বাঁধ নির্মাণের শেষ পর্যায়ে সেটা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও জোয়ারের পানি বাঁধ ভাসিয়ে নেয়। সরেজমিনে গেলে দেখা যায়, বাঁধ নির্মাণের ভাঙা কিছু দেখা গেছে। এ সময় স্থানীয় সাইফুল ও জাহিদসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, বাঁধ তৈরির শেষ পর্যায়ে অতিরিক্ত জোয়ারের তোড়ে টিকাতে পারেনি। বাঁধের দুই পাশের বেশিরভাগ পানিতে ভেসে গেছে। বরাদ্দের ১০ লাখ টাকা ৩০ জুন উত্তোলন করেছেন কবিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ। প্রকল্প সভাপতি ইউপি চেয়ারম্যান ইয়াকুব নবীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অফিস খরচ না দেওয়ায় তিনি বরাদ্দকৃত টাকা দিতে গড়িমসি করছেন। আজতক আমি কাজের কোনো টাকা পাইনি। এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, সরেজমিনে গিয়ে দেখলাম কোনো কাজ হয়নি, প্রকল্পের সভাপতি তো আমায় কাজটা বুঝিয়ে দেননি, কীভাবে টাকা দেব। স্থগিত রেখেছি। অফিসের খরচ দাবি বিষয়ে তিনি বলেন, এ অভিযোগ সত্য নয়। জানতে চাইলে কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি জানান, শুনেছি বাঁধ নির্মাণের শেষ পর্যায়ে জোয়ারের পানিতে বাঁধ ভেসে গেছে। কিন্তু আজ পর্যন্ত প্রকল্প কর্মকর্তা গড়িমসি করে বরাদ্দের টাকা চেয়ারম্যানকে দেননি এবং প্রকল্প বরাদ্দের কিছু টাকা তিনি দাবি করছেন বলে অভিযোগ পেয়েছি।
শিরোনাম
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি