নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন মন্ডলীয়া গ্রামে রিকশাওয়ালা দোকান সংলগ্ন চর আলগী খালে বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ হওয়া ১০ লাখ টাকা ছাড়তে গড়িমসি করছেন প্রকল্প বাস্তবায়ন কর্তা। অভিযোগ উঠেছে অফিস ‘খরচাপাতি’র টাকা না দেওয়ায় এ অবস্থা হয়েছে। খালের ভাঙন থেকে একটি সরকারি প্রাথমিক স্কুল ও মসজিদ রক্ষার জন্য বাঁধ নির্মাণের উদ্দেশে কাবিখা প্রকল্পের মাধ্যমে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিলেন নোয়াখালী-৫ আসনের এমপি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান ও চর আলগী খালের ক্রসড্যাম প্রকল্পের সভাপতি ইয়াকুব নবী খালের দুই পাশে জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। কাজের শেষ পর্যায়ে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও জোয়ারের পানিতে নির্মাণাধীন বাঁধ ভেসে যায়। এখন বরাদ্দকৃত টাকা না পাওয়ায় অনেক শ্রমিকের মজুরি বকেয়া পড়ে আছে। ইয়াকুব নবী জানান, তিনি বরাদ্দকৃত টাকার বেশি ব্যয় করেছিলেন। জানতে চাইলে ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান ও চর আলগী ক্রসড্যাম প্রকল্পের সভাপতি ইয়াকুব নবী জানান, খালের পাশে স্কুল ও মসজিদ রক্ষার উদ্দেশে বাঁধ করতে মন্ত্রী ওবায়দুল কাদের ১০ লাখ টাকা বরাদ্দ দেন। কিন্তু বাঁধ নির্মাণের শেষ পর্যায়ে সেটা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও জোয়ারের পানি বাঁধ ভাসিয়ে নেয়। সরেজমিনে গেলে দেখা যায়, বাঁধ নির্মাণের ভাঙা কিছু দেখা গেছে। এ সময় স্থানীয় সাইফুল ও জাহিদসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, বাঁধ তৈরির শেষ পর্যায়ে অতিরিক্ত জোয়ারের তোড়ে টিকাতে পারেনি। বাঁধের দুই পাশের বেশিরভাগ পানিতে ভেসে গেছে। বরাদ্দের ১০ লাখ টাকা ৩০ জুন উত্তোলন করেছেন কবিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ। প্রকল্প সভাপতি ইউপি চেয়ারম্যান ইয়াকুব নবীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অফিস খরচ না দেওয়ায় তিনি বরাদ্দকৃত টাকা দিতে গড়িমসি করছেন। আজতক আমি কাজের কোনো টাকা পাইনি। এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, সরেজমিনে গিয়ে দেখলাম কোনো কাজ হয়নি, প্রকল্পের সভাপতি তো আমায় কাজটা বুঝিয়ে দেননি, কীভাবে টাকা দেব। স্থগিত রেখেছি। অফিসের খরচ দাবি বিষয়ে তিনি বলেন, এ অভিযোগ সত্য নয়। জানতে চাইলে কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি জানান, শুনেছি বাঁধ নির্মাণের শেষ পর্যায়ে জোয়ারের পানিতে বাঁধ ভেসে গেছে। কিন্তু আজ পর্যন্ত প্রকল্প কর্মকর্তা গড়িমসি করে বরাদ্দের টাকা চেয়ারম্যানকে দেননি এবং প্রকল্প বরাদ্দের কিছু টাকা তিনি দাবি করছেন বলে অভিযোগ পেয়েছি।
শিরোনাম
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
খরচাপাতি না পাওয়ায় বরাদ্দের ১০ লাখ টাকা ছাড়তে গড়িমসি
নোয়াখালীর আলগী খালে বাঁধ নির্মাণ প্রকল্প
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর