নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন মন্ডলীয়া গ্রামে রিকশাওয়ালা দোকান সংলগ্ন চর আলগী খালে বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ হওয়া ১০ লাখ টাকা ছাড়তে গড়িমসি করছেন প্রকল্প বাস্তবায়ন কর্তা। অভিযোগ উঠেছে অফিস ‘খরচাপাতি’র টাকা না দেওয়ায় এ অবস্থা হয়েছে। খালের ভাঙন থেকে একটি সরকারি প্রাথমিক স্কুল ও মসজিদ রক্ষার জন্য বাঁধ নির্মাণের উদ্দেশে কাবিখা প্রকল্পের মাধ্যমে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিলেন নোয়াখালী-৫ আসনের এমপি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান ও চর আলগী খালের ক্রসড্যাম প্রকল্পের সভাপতি ইয়াকুব নবী খালের দুই পাশে জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। কাজের শেষ পর্যায়ে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও জোয়ারের পানিতে নির্মাণাধীন বাঁধ ভেসে যায়। এখন বরাদ্দকৃত টাকা না পাওয়ায় অনেক শ্রমিকের মজুরি বকেয়া পড়ে আছে। ইয়াকুব নবী জানান, তিনি বরাদ্দকৃত টাকার বেশি ব্যয় করেছিলেন। জানতে চাইলে ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান ও চর আলগী ক্রসড্যাম প্রকল্পের সভাপতি ইয়াকুব নবী জানান, খালের পাশে স্কুল ও মসজিদ রক্ষার উদ্দেশে বাঁধ করতে মন্ত্রী ওবায়দুল কাদের ১০ লাখ টাকা বরাদ্দ দেন। কিন্তু বাঁধ নির্মাণের শেষ পর্যায়ে সেটা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও জোয়ারের পানি বাঁধ ভাসিয়ে নেয়। সরেজমিনে গেলে দেখা যায়, বাঁধ নির্মাণের ভাঙা কিছু দেখা গেছে। এ সময় স্থানীয় সাইফুল ও জাহিদসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, বাঁধ তৈরির শেষ পর্যায়ে অতিরিক্ত জোয়ারের তোড়ে টিকাতে পারেনি। বাঁধের দুই পাশের বেশিরভাগ পানিতে ভেসে গেছে। বরাদ্দের ১০ লাখ টাকা ৩০ জুন উত্তোলন করেছেন কবিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ। প্রকল্প সভাপতি ইউপি চেয়ারম্যান ইয়াকুব নবীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অফিস খরচ না দেওয়ায় তিনি বরাদ্দকৃত টাকা দিতে গড়িমসি করছেন। আজতক আমি কাজের কোনো টাকা পাইনি। এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, সরেজমিনে গিয়ে দেখলাম কোনো কাজ হয়নি, প্রকল্পের সভাপতি তো আমায় কাজটা বুঝিয়ে দেননি, কীভাবে টাকা দেব। স্থগিত রেখেছি। অফিসের খরচ দাবি বিষয়ে তিনি বলেন, এ অভিযোগ সত্য নয়। জানতে চাইলে কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি জানান, শুনেছি বাঁধ নির্মাণের শেষ পর্যায়ে জোয়ারের পানিতে বাঁধ ভেসে গেছে। কিন্তু আজ পর্যন্ত প্রকল্প কর্মকর্তা গড়িমসি করে বরাদ্দের টাকা চেয়ারম্যানকে দেননি এবং প্রকল্প বরাদ্দের কিছু টাকা তিনি দাবি করছেন বলে অভিযোগ পেয়েছি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ