সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা
জাতীয় শোক দিবস

দুদকের ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল দুর্নীতি দমন কমিশনে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কমিশনের সহকারী পরিচালকসহ তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। তিনি তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অন্যের পরিপূরক ও সমার্থক। তাঁর জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর অবদানকে খাটো করার বহু চেষ্টা হয়েছে। কিন্তু সফল হয়নি। দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন এক বিশাল ও অনন্য চরিত্রের মানুষ। তাঁর বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের চার ভাগের এক ভাগ তিনি জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন ছিল অকল্পনীয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর