রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নৌদুর্ঘটনা কমছেই না

নিজস্ব প্রতিবেদক

নৌদুর্ঘটনা কমছেই না

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে নৌদুর্ঘটনা কমছেই না। প্রতি বছর নৌদুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না। নৌপথ নিরাপদ করতে হবে। গতকাল এক বিবৃতিতে একথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে নৌদুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় উপনেতা। তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জিএম কাদের।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর