রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব আইনের ভাবমূর্তিতে আঘাত : গণফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

গণফ্রন্ট চেয়ারম্যান ও জাতীয় কর আইনজীবী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেছেন, সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করে প্রচলিত আইনের ভাবমূর্তিতে আঘাত করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রচলিত আইনে যেকোনো নাগরিকের ব্যাংক হিসাব সরকার তলব করতে পারে। আলাদা করে গোষ্ঠীগতভাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলব করায় দেশের প্রচলিত আইনের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে। এতে প্রচলিত আইনের ভাবমূর্তিতে আঘাত করে অহেতুক ধূম্রজাল ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এতে সাংবাদিক সমাজ ও সরকারের মধ্যে একটা অহেতুক তর্ক-বিতর্কের সৃষ্টি করা মহলবিশেষের ভূমিকা সন্দেহজনক বা অনভিজ্ঞতা প্রমাণ করে। বিবৃতিতে জাকির হোসেন সব ব্যবসায়ী আমলা রাজনীতিবিদ পেশাজীবীদের দুর্নীতির বিচারের দাবি জানিয়ে বলেন, এতে দেশের উন্নয়ন প্রক্রিয়া সফল হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর