রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

একজন মুক্তিযোদ্ধার মৃত্যু মানেই ইতিহাসের একজন সাক্ষীকে হারিয়ে ফেলা : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, একজন মুক্তিযোদ্ধার মৃত্যু মানেই ইতিহাসের একজন সাক্ষীকে হারিয়ে ফেলা। আমাদের মাঝ থেকে এভাবেই একে একে ইতিহাসের সাক্ষী হারিয়ে যাচ্ছে। তাই এসব সাক্ষীর কাছ থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। তিনি গতকাল দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা সংবলিত ‘স্মৃতিতে রণাঙ্গন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি সবাইকে বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনীসহ তাঁকে নিয়ে লেখা যত বই আছে তা পড়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও পড়তে উদ্বুদ্ধ করতে সবাইকে কাজ করতে হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। পরে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে মোড়ক উন্মোচিত স্মৃতিতে রণাঙ্গন বইটি তুলে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর