রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সমাজসেবার তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

সলিমুল্লাহ এতিমখানার অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে দেড় কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সমাজসেবা অধিদফতরের তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই তিন কর্মকর্তা হলেন- সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোহা. কামরুজ্জামান, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রকনুল হক ও ইউসিডি-৫ এর সমাজসেবা অফিসার মো. জহির উদ্দিন। গত ৯ সেপ্টেম্বর সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো দুদকের এক চিঠিতে তাদের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্টদের রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদকের চিঠিতে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার নিয়োগবিধি, কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে বেতন কাঠামো, পদের সংখ্যা, গত পাঁচ বছরের আয়-ব্যয়ের বিবরণী, অনুমোদিত গঠনতন্ত্র ও নীতিমালার অনুলিপি চাওয়া হয়েছে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের কাছে। জানা গেছে, ওই তিন কর্মকর্তার যোগসাজশে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় দুর্নীতির মাধ্যমে অপব্যয়-অর্থ আত্মসাৎ, অবৈধ ও জালিয়াতির মাধ্যমে নিয়োগবাণিজ্য, নিয়োগে আত্মীয়করণের অভিযোগে রয়েছে। এ ছাড়া রাতের অন্ধকারে এতিম ছাত্রছাত্রীদের শারীরিক নির্যাতন করে এতিমখানা থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছিল এই তিন কর্মকর্তার বিরুদ্ধে।

পরে ওই ঘটনায় হাই কোর্টের আদেশে গত বছর ২২ নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়। গত জুলাইতে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য নির্ধারিত তারিখ থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সময় নেয় তদন্ত কমিটি। আগামী ২০ অক্টোবর এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য আছে হাই কোর্টে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর