পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজু বলেছেন, আসন্ন পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মানহানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। খন্দকার আজিজুল হক আরজু বলেন, আমার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি এ এম রফিকউল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছি। সেই জিডিকে মামলায় রূপান্তরের জন্য গল্প সাজানো হয়েছে। এটি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একটি অংশ। তিনি বলেন, আগামীতে পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলনে আমি সভাপতি প্রার্থী। সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কাকে সভাপতি করবেন। আমার জনপ্রিয়তা এবং আমার প্রতি জনগণের সমর্থন, আস্থা ও বিশ্বাস দেখে অন্য যারা সভাপতি প্রার্থী হতে ইচ্ছুক তারা এবং তাদের অনুসারীরা মনে করেন, আমাকে কলংকিত করতে পারলে ওই জায়গাটি তাদের জন্য নিরাপদ হবে। আমি যেন সভাপতি পদে প্রার্থী হতে না পারি সেজন্য তারা আমার ভাবমূর্তির ওপর কালিমা লেপনে তৎপর। এম রফিকউল্লাহ নিজ কণ্ঠে বলেছেন, ওই বাড়িতে তিনটি কার্তুজের খোসা পাওয়া গেছে, তিনটি গুলি হয়েছে। একাধিক ককটেল ব্লাস্ট হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি তখন কী করছিলেন? তিনি বলেন, আমি কিছুই জানি না, ঘুমাচ্ছিলাম। আজিজুল হক আরজু বলেন, ‘কাউকে ভয় দেখাতে গেলে বা যাকে হত্যা করা হবে তিনি তখন ঘুমিয়ে থাকলেন। এমন একটি কথা তিনি নিজেই বলেছেন। এসব পুরোপুরি মিথ্যাচার।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের কার্যকরী সভায় বলেছেন, ২০২৩ সালের নভেম্বরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আমি গত দশম জাতীয় সংসদের সদস্য ছিলাম। একাদশ সংসদ চলছে। জানি না কী কারণে মনোনয়ন বঞ্চিত হয়েছি। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেননি। এ জন্য আমি বিচলিত নই। এই আসনে যাকে ভালো মনে করেছেন তাকে দিয়েছেন। আমার দায়িত্ব ছিল নৌকাকে বিজয়ী করা। আমি আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন করেছি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ