সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চার ঘণ্টা করে বন্ধ থাকছে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে প্রতিদিন চার ঘণ্টা করে সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিন মাসের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে এই ব্যবস্থা বন্ধ করা হবে। বুধবার সরকারের পক্ষ থেকে দৈনিক চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিএনজি স্টেশন চার ঘণ্টা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিএনজি গ্রাহকরা। গতকাল রাজধানীর প্রগতি সিএনজি ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশাচালক মাহফুজ মিয়া সিএনজি নিতে গিয়ে জানতে পারেন যে, এখন থেকে চার ঘণ্টা স্টেশন বন্ধ থাকবে। তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না।

এখানে এসে জানতে পেরেছি। তার মতো আরও অনেকেই সিএনজি নিতে এসে প্রথম বিষয়টি জানতে পারেন।

এর আগে সরকার পিক আওয়ারে ছয় ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সিএনজি ফিলিং স্টেশন মালিকরা সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। তারা এ বিষয়ে পেট্রোবাংলার সঙ্গে আলোচনায় বসে এবং পিক আওয়ারে সিএনজি ফিলিং স্টেশনগুলো তিন ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাব দেন। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ে আলোচনা শেষে প্রতিদিন চার ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর