শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
সুন্দরবন স্কোয়ার মার্কেট

অবৈধ দোকান নির্মাতা চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অবৈধ দোকান নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া লুটেরাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মার্কেটের ব্যবসায়ী সমিতি। গতকাল রাজধানীর ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় উপস্থিত ৮ শতাধিক ব্যবসায়ী এ দাবি জানান। সভায় ডিএসসিসির নিয়ন্ত্রণাধীন এক যুগের বেশি সময় বেদখল থাকা এ মার্কেটটিতে আগামী এক মাসের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। মো. আজিজুল হক দুলালকে প্রধান নির্বাচন কমিশনার ও আনোয়ারুল আলমকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন খায়রুল ইসলাম রুবেল, ফারুক ও মোস্তাক আহম্মেদ। সভায় আরও বক্তব্য দেন মহানগর শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আবদুর রহমান, আরিফুর রহমান আরিফ, আলম মৃধা, রফিকুল ইসলাম মনির, হোসেন মনির, আলী আকবর, শাহ আলম, ফারুক আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর