বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন পুলিশের ১৪০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য শান্তিরক্ষা পদক পেয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিনুসমা পুলিশ কম্পোন্যান্টের কন্ট্রোলার জেনারেল মামুনা ওডিগ্রো। পুলিশ সদর দফতর জানায়, মালির রাজধানী বামাকো থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দূরে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সার্কেলে নিয়োজিত বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-ব্যানএফপিইউ-২ (রোটেশন-৩), মিনুসমা, গুন্দাম, মালির ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন। পদক প্রদান অনুষ্ঠানে ব্যানএফপিইউ-২ কমান্ডার (পুলিশ সুপার) মুহম্মদ আবদুল ওয়াহাব সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর