বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা ভাতার পাওনা টাকা চার বছরেও মেলেনি

নিজস্ব প্রতিবেদক

দুই বছরের বকেয়া মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার টাকা চার বছরেও পাননি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান পাটোয়ারী। হার্টের রোগী মো. আবদুল মান্নান পাটোয়ারী সরকারের সংশ্লিষ্ট দফতরে দৌড়ঝাঁপ করতে করতে আজ ক্লান্ত। এখন তার স্ত্রী ফরিদা ইয়াসমিন অসুস্থ স্বামীর দুই বছরের সেই বকেয়া মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। ফরিদা ইয়াসমিন জানান, তার স্বামীর নাম ১৯৯৬ সালে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের পর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিবার্তায় প্রকাশ করা হয়। এরপর ২০১০ সাল থেকে তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পেয়ে আসছেন। কিন্তু হঠাৎ করে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে সেই সম্মানী ভাতার টাকা চাঁদপুর                 জেলার ফরিদগঞ্জ উপজেলা সোনালী ব্যাংকে তার অ্যাকাউন্টে জমা হয়নি। পরে অনেক দৌড়ঝাঁপ করে মুক্তিযোদ্ধা সম্পর্কিত দলিলপত্র যাচাই-বাছাই শেষে ২০১৭ সালের জুলাই মাস থেকে ফের চালু হয়। কিন্তু পূর্বের দুই বছরের বকেয়া টাকা আর পাচ্ছেন না। এই টাকা ফেরত পেতে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ খবর