বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হাবিপ্রবিতে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু ২১ অক্টোবর

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সশরীরে ক্লাস শুরু ও পরীক্ষা গ্রহণ এবং হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা এবং ১৮ থেকে ২০ অক্টোবরের মধ্যে হল খুলে দেওয়া হবে।  মঙ্গলবার বিকালে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের সভাপতিত্বে ৫৮তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা। হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা চলমান থাকবে। লেভেল ১ এবং লেভেল ২-এর সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনলাইনে চলমান থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে পরবর্তী একাডেমিক কাউন্সিল সম্পন্ন করে অফলাইন পরীক্ষা ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাস্টার্স/এমবিএ ও অনার্সের লেভেল ৪ (২০১৭ সালে ভর্তি ও তাদের সঙ্গে রি-অ্যাড) এবং লেভেল ৩ (২০১৮ সালে ভর্তি ও তাদের সঙ্গে রি-অ্যাড) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল, ব্যবহারিক ক্লাস (যেগুলো হাতে-কলমে প্রদর্শন প্রয়োজন) ও মিডট্রাম পরীক্ষা (আলোচনা সাপেক্ষে অনলাইন            বা অফলাইনে) সশরীরে অনুষ্ঠিত হবে। এ ছাড়া সব তত্ত্বীয় ক্লাস, ব্যবহারিক ক্লাস (যেগুলো হাতে-কলমে প্রদর্শনের প্রয়োজন নেই) ও কুইজ পরীক্ষা যথারীতি অনলাইনে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর