বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মেয়রকে দেখেই রাস্তা ছেড়ে হকারদের দৌড়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর শাহজালাল উপশহরের ‘ডি ব্লক’ এলাকায় অভিযান চালিয়েছেন সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। ওই ব্লকে ফুটপাথ ও সড়কের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ বাজার বসিয়ে বিশৃঙ্খল পরিবেশের তৈরি করা হয়েছিল। হঠাৎ করে চলা এই অভিযান দেখে রাস্তা ও ফুটপাথ দখল করে বসা হকাররা মাছ, তরকারি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে দৌড়ে পালিয়ে যান। গতকাল সকালে এই অভিযান চালানো হয়। মেয়র আরিফের নেতৃত্বে চলা অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম। সিসিক সূত্রে জানা গেছে, শাহজালাল উপশহরের ডি ব্লকের মূল সড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ বাজার বসিয়ে রেখেছিল। মাছ, মুরগি, তরকারিসহ বিভিন্ন ধরনের পণ্য এই বাজারে বিক্রি হতো। ফুটপাথ ও সড়ক ঘিরে গড়ে ওঠা এই অবৈধ বাজারের কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছিলেন। অবৈধ বাজারের কারবারিরা প্রতিদিন পচা মাছ-তরকারি এবং মুরগির নাড়ি-ভুড়ি ফেলে যেত; তাতে ছড়াত দুর্গন্ধ। ফুটপাথ দখল করে রাখায় স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটত। সড়কের মধ্যে দোকান বসানোয় সড়ক সংকুচিত হয়ে তৈরি হতো যানজটের। স্থানীয় লোকজন এই অবৈধ বাজার উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে এই বাজারের কারবারিদের সরে যাওয়ার জন্য একাধিকবার বলা হয়েছে। কিন্তু তাতে তারা কর্ণপাত না করায় আজ চালানো হয় অভিযান।

গতকাল সকালে স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিমকে সঙ্গে নিয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরু হলে হকার ও ব্যবসায়ীরা মালপত্র ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে অবৈধ স্থাপনাগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ বাজার বসিয়ে তারা পরিবেশ নষ্ট করছিল, মানুষ ভোগান্তি পোহাচ্ছিল। বারবার বলা সত্ত্বেও তারা বাজার সরায়নি। বাধ্য হয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর