বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শারদীয় দুর্গোৎসবে জঙ্গি হামলার আশঙ্কা নেই

------- র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

শারদীয় দুর্গোৎসবে জঙ্গি হামলার আশঙ্কা নেই

শারদীয় দুর্গোৎসবে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। নিরাপদে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সব পূজামন্ডপকে ঘিরে র‌্যাবের নজরদারি রয়েছে বলেও জানান তিনি। গতকাল সন্ধ্যায় খুলনার হেলাতলা রোড এলাকার সোনাপট্টি পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। র‌্যাবের মহাপরিচালক বলেন, শারদীয় উৎসবে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।

সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে এ ধরনের কোনো আশঙ্কা পাওয়া যায়নি। তবে এই উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো প্রকার অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিহত করতে নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এ কে এম আজাদ, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মুহিত উদ্দিন, কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া, র‌্যাব-৬ পরিচালক লে. কর্নেল মোসতাক আহমদ, র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উপ-পরিচালক রইসুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর