শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সমন্বয়হীন উন্নয়নে দুর্ভোগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

সমন্বয়হীন উন্নয়নে দুর্ভোগ বাড়ছে

বিভিন্ন সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রমের ফলে ঢাকাবাসীর দুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল নগরীর কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান। ফজলে নূর তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে আমরা কার্যক্রম শুরু করেছি। কমলাপুর রেলস্টেশনের আশপাশের জায়গায় ব্যাপকভাবে জলাবদ্ধতা থাকে। গত বছর এসব জায়গায় জলাবদ্ধতা হয়েছিল। সে জন্য আমরা কাজ শুরু করেছি। বড় বড় নর্দমার সংযোগের কাজ শুরু করেছি। যেটা আগে ছিল না। তিনি বলেন, এভাবে আমাদের ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম চলমান। আমরা আশাবাদী জলাবদ্ধতা সম্পূর্ণভাবে নিরসন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর