বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

তিন মাসে করোনা রোগী কমেছে ৯৩ ভাগ

২৪ ঘণ্টায় ৩ মৃত্যু শনাক্ত ২০৬

নিজস্ব প্রতিবেদক

সংক্রমণ কমায় দেশে গত তিন মাসে শনাক্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৩ ভাগ কমে গেছে। ১০ আগস্ট সুস্থ ও মৃত বাদে সক্রিয় রোগী ছিলেন ১ লাখ ১৮ হাজার ৩৯৯ জন। গতকাল সে সংখ্যা নেমে এসেছে ৮ হাজার ১৪০-এ। এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন মাত্র ১ হাজার ১৭৯ জন। ফলে দেশের কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর সাধারণ, আইসিইউ ও এইচডিইউ মিলে ১৫ হাজার ৯২৩টি শয্যার মধ্যে ১৪ হাজার ৭৪৪টিই ফাঁকা ছিল গতকাল। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে দুজন। এ সময় ১৭ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২০৬ জনের দেহে। শনাক্তের হার ১.১৮ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন। মারা গেছেন ২৭ হাজার ৯০৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত সবার বয়স ৫১ থেকে ৮০ বছরের মধ্যে। দুজন পুরুষ ও একজন নারী। এ পর্যন্ত ১৭ হাজার ৮৬১ জন পুরুষ ও ১০ হাজার ৪৩ জন নারীর মৃত্যু হয়েছে করোনায়। গত এক দিনে শনাক্ত ২০৬ জনের মধ্যে ১৪৬ জন ঢাকা, ২৩ জন চট্টগ্রাম, ১৬ জন রাজশাহী, ছয়জন রংপুর, পাঁচজন খুলনা, চারজন ময়মনসিংহ, চারজন সিলেট ও দুজন বরিশাল বিভাগে শনাক্ত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর