বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শোক আখ্যান ১৫ আগস্টের ট্র্যাজেডি নিয়ে মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করেছে নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এ নাটকটি। এটি ছিল দলের ৪০তম প্রযোজনার ২৫তম মঞ্চায়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার-পরিজনদের নৃশংস হত্যাকান্ডের অজানা সত্য উদ্ঘাটনে গবেষণালব্ধ এ নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান আর নির্দেশনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন। মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর নবিড় সম্পর্ক, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনে তাঁর সত্যনিষ্ঠ দুর্বার প্রচেষ্টা নাটকটিতে উঠে এসেছে। ১৪ আগস্ট ১৯৭৫ মধ্যরাত। বালুঘাট নির্মাণাধীন বিমানবন্দর। প্যারেডের নাম করে তাড়িয়ে আনা অপেক্ষমাণ শতাধিক সেনার মুখোমুখি দাঁড়ায় দীঘলকালো ছায়াগুলো। ষড়যন্ত্রের পর শুরু হয় খুনিদের অভিযাত্রা। ভোরের কিছু আগে খুনি মেজর আর বিপথগামী সেনারা ছুটে চলে ধানমন্ডি অভিমুখে। তাদের লক্ষ্য মানচিত্রের কাঁধে চাপিয়ে দেবে ইতিহাসের সবচেয়ে ভারী লাশের বোঝা। নাটকটিতে সরাসরি ইতিহাস ও প্রেক্ষাপট ব্যবহার না করে ইতিহাসের সব চরিত্র ও ঘটনার বর্তমান ব্যাখ্যামূলক প্রতিভঙ্গি রচিত হয়েছে। খুনিদের দাঁড় করানো হয়েছে রঙ্গমঞ্চের কাঠগড়ায়। এভাবেই বিন্যস্ত হয়েছে গবেষণালব্ধ নাটকটির কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন প্রমুখ।
শিরোনাম
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
বঙ্গবন্ধুর শোক আখ্যান নিয়ে মহাকালের ‘শ্রাবণ ট্র্যাজেডি’
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর