সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পানের ভিতরে ইয়াবা রেখে অভিনব কায়দায় কারবার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

পানের ভাঁজে করে ইয়াবা পাচারের সময় রাজধানীর শ্যামপুর এলাকা থেকে র‌্যাব তিনজনকে গ্রেফতার করেছে। র‌্যাব জানায়, আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিতে অভিনব পদ্ধতিতে ইয়াবার কারবার করতেই এই কৌশল নেওয়া হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের আস্তানায় হানা দেয় র‌্যাব-১০ এর একটি দল। পোস্তগোলা ফায়ার সার্ভিসের পার্শ্ববর্তী একটি রাস্তার ওপরে তল্লাশি করে ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- মো. আইয়ুব (৩৫), আবদুস শুক্কুর (৫৪) ও আমির হোসেন (৬৫)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১ কোটি ৯৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা।  গতকাল কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে একটি ব্রিফিংয়ে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে দুজনের বাড়ি টেকনাফে, একজনের বাড়ি পেকুয়ায়।

ইয়াবা ব্যবসা যে অপরাধ এটা এদের ধারণায়ই নেই। কারণ ওই এলাকার অধিকাংশ লোকই ইয়াবা ব্যবসায়ী।

 

তিনি জানান, গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিস এলাকায় র‌্যাব সদস্যরা অবস্থান নেয়। টের পেয়ে পান ব্যবসায়ী ছদ্মবেশধারী চার/পাঁচজন পালানোর চেষ্টা করে। এদের মধ্য থেকে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে থাকা পানের ডালা তল্লাশি করে পানের ভাঁজে ভাঁজে ৩২৬টি প্যাকেটে মোট ৬৫ হাজার ১০৫ ইয়াবা পাওয়া যায়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের দুজন পেশাদার মাদক ব্যবসায়ী, আর একজন বহনকারী। তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এদের মধ্যে শুক্কুরের নামে পতেঙ্গা মডেল থানায় মাদক মামলাও রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর