বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঢাবির গ-ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার ৮০ ভাগই ফেল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার প্রায় ৮০ ভাগই ফেল করেছেন। পাশের হার ২১.৭৫ শতাংশ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এদিকে, আজ একই সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর গ-ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষায় অংশ নেন ২৩ হাজার ৩৪৭ জন। এর মধ্য থেকে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন পাঁচ হাজার ৭৯ জন। শীর্ষস্থানে যারা : প্রকাশিত ফল অনুযায়ী, ঢাবির গ-ইউনিটে এবার প্রথম হয়েছেন ঢাকার নটেরডেম কলেজের ছাত্র আরাফাত সামির। তার প্রাপ্ত মোট নম্বর ১০৬। এর মধ্যে মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৮৬।

 দ্বিতীয় হয়েছেন ঢাকা সিটি কলেজের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান। মূল পরীক্ষায় ৮২.৭৫ নম্বরসহ মোট নম্বর ১০২ দশমিক ৭৫ পেয়েছেন। তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী কাজী হাসনা হেনা। তার মোট নম্বর ১০১ দশমিক ২৫ । তিনি মূল পরীক্ষায় ৮১.২৫ নম্বর পেয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর