রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

অবশেষে মশক নিধনে মাঠে নামল সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেট নগরবাসী। রাত-দিন মশার উপদ্রবে নাভিশ্বাস মানুষের। প্রতি বছর শীত মৌসুমের শুরুতে সিটি করপোরেশনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হলেও এবার তেমন উদ্যোগ দেখা যায়নি। নগরবাসীর পক্ষ থেকে মশক নিধনের দাবি জানানো হলেও নগরভবন কর্তৃপক্ষ ছিল নীরব। তবে অবশেষে মশক নিধনে মাঠে নামছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল থেকে শুরু হয়েছে দুই মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। সকালে নগরীর ১ নম্বর ওয়ার্ডের দরগাহ গেট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সিটি করপোরেশন সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও নগরীর ২৭ ওয়ার্ডে একযোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। মশার ওষুধ ছিটানোর পাশাপাশি নর্দমা ও ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, দুই দিন আগে থেকে সিসিকের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এই দুই দিন অফিস-আদালতের মশক নিধন করা হয়। গতকাল থেকে ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। দুই মাস চলবে মশক নিধন কার্যক্রম।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফল করতে মহানগরবাসীর সহযোগিতা প্রয়োজন। নগরবাসী নির্দিষ্ট স্থানে ময়লা- আবর্জনা ফেললে নগর পরিচ্ছন্নতার কাজ আরও দ্রুত সময়ে করা সম্ভব হবে। ফগার মেশিন ও স্প্রে দ্বারা ওষুধ ছিটানো হচ্ছে। বিশেষ করে ডেঙ্গু মশার উৎস অনুসন্ধান ও নিধনে নাগরিকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। কারণ ডেঙ্গু বাসাবাড়ির ভিতরের বিভিন্ন স্থানে বংশ বিস্তার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর