রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সীমান্ত হত্যা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা খেলাফত আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

সীমান্ত হত্যা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেছে খেলাফত আন্দোলন। সংগঠনের আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী গতকাল এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে বলেন, সম্প্রতি বাংলাদেশের সীমান্ত জেলা লালমনিরহাট, সাতক্ষীরার কালীগঞ্জ ও সিলেটের কানাইঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চার নিরীহ বাংলাদেশিকে গুলি চালিয়ে হত্যা ও যশোরের চৌগাছায় ভারত সীমান্ত থেকে প্রকৌশলী রফিকুল ইসলামের লাশ উদ্ধার করেছে। সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে এসব বর্বর হত্যাকান্ড চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র থেকে এমন অমানবিক নির্যাতন আশা করা যায় না।

খেলাফত আন্দোলনের আমির বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন ও সংবাদপত্রের প্রতিবেদন ও পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৩ হাজার সাধারণ নিরীহ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। আজও কোনো হত্যাকান্ডের সঠিক বিচার হয়নি। চলমান বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিশ্বের ৫০টি দেশের নেতাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে  তাদের হস্তক্ষেপ কামনা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর